কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই মাসুদ রানা, এসআই রঞ্জন মালো সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (১৯ মার্চ) পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জিআর ও এসসি মামলার পলাতক আসামী আলাইপুর গ্রামের মৃত: অমেদ আলী খান’র পুত্র তালেব খান(৩০)কে ও নিয়মিত মামলার আসামী লোহাকুড়া গ্রামের আব্দুল মাজেদের পুত্র মুজাহিদ (২০)কে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শনিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।