হোম জাতীয় ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে একটি দুর্ভাগ্যের দিন: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এই দেশকে গড়ে তুলতে মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি দেশকে একটি স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। দুর্ভাগ্যের বিষয় ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে একটি দুর্ভাগ্যের দিন। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে।

শুক্রবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, তারা আমাদের দেশে আসতে দিতে চায়নি। শত বাধা উপেক্ষা করে আমি দেশে ফিরে এসেছিলাম। দেশে ফিরে এসেছিলাম একটি লক্ষ্য সামনে নিয়ে। সারাটি জীবন আমার বাবা সংগ্রাম করে গেছেন। জীবন দিয়েছেন, সেটি যেন ব্যর্থ না হয়। আমরা দেখেছি ‘৭৫ সালের পর ‘বঙ্গবন্ধু’ নামটি এদেশে নিষিদ্ধ ছিল। একটা ছবিও দেখানো যেত না। ৭ মার্চের ভাষণও নিষিদ্ধ ছিল। স্বাধীনতা দিবস উদযাপিত হত কিন্তু মহানায়কের নাম বলা যাবে না। বিজয় দিবস উদযাপিত হত কিন্তু যার জন্য এই বিজয়, তার নাম নেওয়া যাবে না। এটা স্বাভাবিক ছিল কারণ যারা তখন ক্ষমতায় ছিল, তারা কখনো স্বাধীনতা চায়নি। পাকিস্তানি হানাদারদের সঙ্গে যারা হাত মিলিয়েছিল, তারাই মন্ত্রী, তারাই উপদেষ্টা। যারা জাতির পিতাকে হত্যা করেছিল, তারাই ইনডেমনিটি আইন করে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল।

শেখ হাসিনা বলেন, আজ আমাদের এগিয়ে যাবার পালা। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশকে এগিয়ে যাবার জন্য তাদেরকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গৃহহীনদের জন্য ২ কাঠা জমি এবং একটি ঘর তৈরি করে দিচ্ছি; যেন বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন না থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন