আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে সামরিক অভিযানের জবাবে রাশিয়ার সঙ্গে যৌথ মঙ্গলগ্রহ প্রকল্প স্থগিত করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো।
চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ মঙ্গলগ্রহ প্রকল্প স্থগিত করল ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে সামরিক অভিযানের জবাবেই ইএসএ এমন সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলগ্রহে গবেষণা কার্যক্রমের পরিধি আরও বাড়াতে এক্সোমার্স রোভার মিশন নামে একটি প্রকল্পে রাশিয়ার সঙ্গে ইএসএর কাজ করার কথা ছিল। এমনকি যুক্তরাজ্যের তৈরি রোজালিন্ড ফ্রাঙ্কলিন মার্স রোভার এ বছরের সেপ্টেম্বরে উৎক্ষেপণের পর আগামী বছর মঙ্গলে পৌঁছানোর কথা থাকলেও রাশিয়ার সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ইউরোপীয় এ সংস্থাটি।
এদিকে ইউক্রেন হামলাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছেন পশ্চিমা নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিবিসি বলছে, এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপে পুতিন এবং ল্যাভরভের সম্পদ জব্দ করবে ইইউ। তবে তাদের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যদিও ইউরোপে পুতিন এবং ল্যাভরভের উল্লেখযোগ্য কোনো সম্পদ আছে কি না, তা এখনো স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। রুশ সেনারা কিয়েভে অগ্রসর হতে থাকায় মস্কোর ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউক্রেনের সংকটের মুখে এই পদক্ষেপ নিয়েছে ইইউ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল জানান, বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পেয়েছেন সিরিয়ার আসাদ, বেলারুশের লুকাশেঙ্কো এবং এখন রাশিয়ার পুতিন।