খেলাধূলা ডেস্ক :
সাফ অনুর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন এক ফুটবলার ও দুই সাপোর্টিং স্টাফ। তবে সবাই সুস্থ আছেন। শরীরে নেই কোনো লক্ষণ।
তিন জনের করোনা ধরা পড়ায় পুরো টিমকে আইসোলেশনে রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিন জনেরই ফলাফল নেগেটিভ ধারণা করা হচ্ছে। এ জন্য টুর্নামেন্টের আয়োজকদের রোববার বিকেলেই আবারো করোনা টেস্ট করার জন্য আবেদন জানায় বাংলাদেশ। কিন্তু আয়োজকরা তা সোমবার (১৪ মার্চ) সকালে করবেন বলে নিশ্চিত করেন। এতে ১৩ ও ১৪ তারিখ অনুশীলন করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
দেশ ছাড়ার আগে মেয়েরা সবাই করোনার দুই ডোজ টিকা সম্পন্ন করেছে। আসরের আগের দুই আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ১৭ মার্চ ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ আসর।
এদিকে, বয়সভিত্তিক ছাড়াও এ বছর সেপ্টেম্বরে নেপালে হবে নারীদের সিনিয়র সাফ। সিনিয়র দলের গেল আসরটা খুব একটা ভালো যায়নি। তাই ভালো প্রস্তুতির লক্ষ্যে জুনে ফিফা উইন্ডোতে বেশ কয়েকটি প্রীতি ম্যাচের আয়োজন করবে বাফুফে।
করোনার কারণে গত বছর আন্তর্জাতিক ম্যাচে খুব একটা সরব ছিল না বাংলাদেশের মেয়েরা। বছরের শেষে ডিসেম্বরে ঢাকায় অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা সে আক্ষেপ ঘুচিয়ে দেয় নারীদের। নতুন বছরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ভারতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শ্রীলঙ্কা ও ভুটান নাম প্রত্যাহার করে নেওয়ায় তিন দলের অংশগ্রহণে হবে বয়সভিত্তিক এই সাফ।