হোম ফিচার এমন র‌্যাম্প শো দেখেনি কেউ আগে!

বিনোদন ডেস্ক :

র‌্যাম্প শো হবে তাই ক্যাটওয়াকের জন্য তৈরি সরু পথ। প্রথমেই স্টেজে সুন্দর পোশাক ও সাজে হাঁটলেন একদল রূপান্তরিত নারী। তারকার মতো করেই র‌্যাম্পে হেঁটে মানুষের মন জয় করলেন তারা। এরপরই হাজির হলো একদল বিশেষ শিশু। এদের মধ্যে কেউ শারীরিক সমস্যায় ভুগছে কেউ বা মানসিক। তবে তারাও এত সুন্দর করে স্টেজে হেঁটে র‌্যাম্প শো করেছেন যে চোখে পানি এসেছে অনেকেরই।

এখানেই শেষ নয়। পরের সেশনে র‌্যাম্প শো করল রাস্তায় পড়ে থাকা একদল সুবিধাবঞ্চিত শিশু, যারা কখনও এমন মঞ্চ হয়ত কল্পনাও করেনি। সুন্দর সুন্দর পোশাকে যেন প্রাণবন্ত একদল ছোট্ট পাখি। র‌্যাম্প শো মানেই কত কত সুদর্শন নারী-পুরুষের ক্যাটওয়াক বা হেঁটে চলা বলেই আমরা ভেবে নেই বা দেখেও থাকি। তবে এমন বিশেষ ক্যাটওয়াক এর আগে চোখে পড়েনি কারও।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ব্যতিক্রম এই শোয়ের আয়োজন করেছে ‘বাংলাদেশ উইমেন ওয়ারিওর অ্যান্ড অ্যাওয়ার্ড এক্সপো’ নামের প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের আয়োজক ‘রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের’ প্রতিষ্ঠাতা মালা খন্দকার। তিনি জানান, এরকম একটা কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেছিলেন তানজিল জনি। ট্রান্সজেন্ডার, বিশেষ শিশু ও পথশিশুদের র‌্যাম্পে হাঁটানোর জন্য তিনিই গ্রুমিং করেছেন। তিনি জানান, এসব মানুষের সাথে কাজ করতে গিয়ে নিজের চোখেই বার বার পানি চলে এসেছিল। অসাধারণ এমন সুযোগ পেয়েও ভাল লাগার কথা জানালেন ট্রান্সজেন্ডাররা।

আয়োজনে ছিল দিনভর প্রদর্শনী, মেলা এবং কনসার্ট। বিশেষ শিশু, ট্রান্সজেন্ডার, পথশিশুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণী পর্ব। যেখানে অভিনেতা তানজিন তিশা, সংগীতশিল্পী পড়শীসহ অনেক তারকাকেই পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন