হোম আন্তর্জাতিক নানা দাবিতে উত্তাল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক :

নানা দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ব্রাজিলে দেশটির প্রেসিডেন্টের করা নতুন পরিবেশনীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

ইরাকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে পানামা সরকারের করা নতুন ভিসা আইনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কিউবার রাজধানী হাভানায়।

হাতে প্ল্যাকার্ড নিয়ে বাহারি পোশাক পরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় জড়ো হয়েছে একদল জনতা। করোনার বিধিনিষেধ মেনে সবাই এসেছে মাস্ক পরে।

স্থানীয় সময় বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করা নতুন পরিবেশনীতির বিরুদ্ধে এ বিক্ষোভ করেন দুই শতাধিক সমাজসেবী ও পরিবেশবাদী সংগঠন। নতুন এ নীতির ফলে আমাজনের বনাঞ্চল ধ্বংসের প্রভাব দেখা দিয়েছে। সরকারি সিদ্ধান্তে আমাজন অঞ্চলের আদিবাসী এলাকায় মাটি খননের মতো পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিক্ষোভে দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী কাতানো ভেলোসোসহ ডজনখানেক শিল্পী যোগ দেন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার বন্ধের আহ্বানসহ মাটি খনন বন্ধের দাবি জানান।

এদিকে, একই দিন ইরাকের নাসিরিয়া শহরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে শ-খানেক মানুষ রাস্তায় নেমে আসে। দ্রুত সমস্যার সমাধান করে সংকট নিরসনের আহ্বান জানান তারা। চলমান ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে তেল, খাবার ও নির্মাণসামগ্রীর দাম ২০-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজধানী বাগদাদে ভোজ্যতেলের দাম বেড়ে ১ হাজার ২৫০ দিনার থেকে বেড়ে ৪ হাজার ৫০০ দিনার হয়েছে। চলমান সংকট নিরসনে সরকারি কর্মচারীদের কল্যাণে ১ লাখ দিনার সাহায্যের ঘোষণা দিয়েছে সরকার।

অন্যদিকে, এদিন চার শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছেন কিউবার রাজধানী হাভানায় অবস্থিত পানামা দূতাবাসের সামনে। পানামা সরকারের নতুন ভিসা আইনের প্রতিবাদে রাস্তায় নামেন তারা। অভিবাসীরা সাধারণত মধ্য আমেরিকার বিভিন্ন দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। এতে ভিসার নিয়মে কঠোরতা আরোপ করে পানামা সরকার।

এ ছাড়া বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের তুরস্ক সফরের প্রতিবাদে অন্তত দুইশ বিক্ষোভকারী ইস্তাম্বুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন