হোম আন্তর্জাতিক পাক প্রেসিডেন্টের গাড়িবহর যেতেই আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর গাড়িবহর চলে যাবার পর আত্মঘাতী বোমা হামলায় ছয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া হামলায় ১৯ নিরাপত্তারক্ষীসহ আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। তবে এতে প্রেসিডেন্ট আরিফ আলভি অক্ষত রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় ওই হামলার ঘটনা ঘটে।

এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটিতে বোমা হামলার ঘটনা ঘটল। এর আগে গত ৪ মার্চ পেশোয়ারের কুচা রিসালদার শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ৬২ জন নিহতের পাশাপাশি আহত হন আরও ১৯৪ জন।

সিবির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, সিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত বার্ষিক ‘সিবি উৎসবের’ সমাপনী অনুষ্ঠান থেকে ফেরার সময় প্রেসিডেন্ট আলভি এবং অন্যান্য ভিআইপিদের গাড়িবহর জেল রোডের একটি সরকারি রেস্ট হাউসের পাশ যাচ্ছিল। ঠিক ওই সময়ে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

সিবি রেঞ্জ পুলিশের ডিআইজি মাসরুর আলম কোলাচি দেশটির গণমাধ্যম ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি একটি শক্তিশালী আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরক-বোঝাই জ্যাকেট পরা এক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের কর্মীদের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই নিরাপত্তাকর্মীরা সমস্ত ভিভিআইপিদের যাবার পর রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। হামলার সময় প্রেসিডেন্টের গাড়িবহর সেখানে ছিল না।

ডিআইজি বলেন, হামলায় ছয় নিরাপত্তাকর্মী মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বেসামরিক ব্যক্তিসহ আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের স্থানীয় সিবি মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র গোলাম সারোয়ার হাশমি বলেন, ছয়জনের মরদেহ এবং ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে আবার ৬ জনের অবস্থা খুবই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানো হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, তবে অপর একটি সূত্র জানিয়েছে, ভিভিআইপিরা চলে যাবার পরপরও নিরাপত্তাকর্মীরা রাস্তাটি বন্ধ রাখে। কিন্তু একজন ব্যক্তি রাস্তা পার চেষ্টা করছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে থামার নির্দেশ দিলে লোকটি তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং গ্রেনেড ছোঁড়ার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে বিস্ফোরক ভর্তি জ্যাকেটে বিস্ফোরণ ঘটান। এতে হামলাকারীরও মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন