ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কানার পুকুর ও পালের হাট নামক স্থানে অবৈধভাবে ট্রাক পার্কিং ও থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচলের অপরাধে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মোল্লাহাট হাইওয়ে থানাধীন ফকিরহাট উপজেলার দুর্ঘটনা প্রবণ কানার পুকুর নামক স্থানের মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে ট্রাকে গাছের গুড়ি উঠানোর অপরাধে একটি ট্রাকের চালক মো. জাকির হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল কালে পালেরহাট নামক স্থানের ৭টি মাহিন্দ্রাকে ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান। এসময় উপ-সহকারী পরিদর্শক আব্দুল আজিজ শেখ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।