হোম অন্যান্যসারাদেশ ক্রিকেটার-কোচ আশিকের পাশে কোয়াব

ক্রিকেটার-কোচ আশিকের পাশে কোয়াব

কর্তৃক
০ মন্তব্য 107 ভিউজ

অনলাইন ডেস্ক :

করোনা আক্রান্ত সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান মজুমদারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। তার হাসপাতালে ভর্তি হওয়া এবং হাসপাতালে নিত্য ব্যবহার্য দ্রব্য, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজটিও করেছে কোয়াব।

আজ (বুধবার) পড়ন্ত বিকেলে জাগো নিউজকে এ তথ্য দিয়েছেন কোয়াব সদস্য সচিব দেবব্রত পাল। তিনি জাগো নিউজকে জানিয়েছেন, কোয়াব সভাপতি দুর্জয় ভাই (নাইমুর রহমান) সহসভাপতি সুজন ভাই (খালেদ মাহমুদ) এবং বিসিবি থেকেও তার ব্যাপারে মুগদা হাসপাতালের সাথে কথা বলেছেন।

আশিকের হাসপাতালে ভর্তির পর আনুষাঙ্গিক যা যা প্রয়োজন, তা আমরা কোয়াবের পক্ষ থেকে সরবরাহ করেছি। দেবব্রত পাল আরও জানান, হাসপাতালে আশিকের প্রয়োজন জেনে মশারি, বিছানার চাদর, অ্যারোসল থেকে শুরু করে পেস্ট, ব্রাশ, টিস্যু, টাওয়েল জগ, গ্লাস এবং নানা খাদ্য সামগ্রী ও ফলমূল, বাদাম এবং মধু পাঠানো হয়েছে।

দেবব্রত বলেন, ‘সমস্যা হচ্ছে করোনা রোগীদের কাছে হাসপাতালের অনেকে যেতে চান না। তবে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আশিকের জন্য পাঠানো বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’

এদিকে আশিকের স্ত্রী এবং বাচ্চাদের করোনা ভাইরাস টেস্ট করানোর ব্যবস্থাও করা হয়েছে। দেবব্রত পাল বলেন, ‘আজই আশিকের বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানদের টেস্ট করানো হয়েছে। কাল না হয় পরশু রিপোর্ট দেবে। আমরা সার্বক্ষণিকভাবে আছি। যা যা প্রয়োজন আমরা করবো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন