খুলনা অফিস :
খুলনায় মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, আলেম-ওলামা ও গণশিক্ষার শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার খুলনা ইসলামিক ফাউন্ডেশন চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর খালিশপুর জোনের পাঁচশত ৮১ জন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, আলেম-ওলামা ও গণশিক্ষার শিক্ষকদের মাঝে সাত কেজি করে চালসহ, আলু, তেল, ডাল, লবণ, পেঁয়াজ, সবজি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো দুই হাজার পাঁচশত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ, আলেম-ওলামা ও গণশিক্ষার শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।