এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে রাস্তায় রাস্তায় দিনযাপন করা অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন আশাশুনি উপজেলার স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বুধবার সকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় ঘুরে ঘুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি বলেন সমাজের অবহেলিত রাস্তায় রাত্রি দিন যাপন করা দুস্থ অসহায় মানুষ করনা সংকটের কারণে খাদ্যাভাবে ভুগছে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্বে সমাজের এই ছিন্নমূল মানুষদের জন্য কিছু করা। যতদিন করোনা সংকট থাকবে আমরা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, ল্যাব এ্যাসিটেন্ড আহসান হাবীব।