হোম অন্যান্যসারাদেশ কেশবপুর পৌর বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নার্গিস বেগম, ভেদাভেদ ভুলে গণতন্ত্র উদ্ধারে রাজপথের আন্দোলনকে ত্বরাম্বিত করতে হবে

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :

দেশে আজ গণতন্ত্র সঙ্কট, গণতন্ত্রের মা বিএনপির চেয়ার পারর্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে আওয়ামীলীগ ফ্যাসিবাদ সরকারে কার্যক্রম চালিয়ে আসছে। এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কয়েম করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র উদ্ধারে রাজপথের আন্দোলনকে ত্বরাম্বিত করতে হবে।

মঙ্গলবার সকালে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে কেশবপুর পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম এ কথা বলেন।

পৌর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রী বিএনপির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু,কেন্দ্রেীয় সদস্য কেশবপুর থানা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহŸায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আরাউদ্দিন আলা, নুরুন্নাহার নুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম,আলমগীর হোসেন,আব্দুল বারিক বিশ্বাস, আব্দুল হালিম অটল, বেলাল হোসেন প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন