নড়াইল অফিস :
নড়াইলে মাসুদ শেখ(৪০) নামের এক মাদক কারবারীকে যাবজ্জীবন ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত ।
রবিবার ২৭ ফ্রেরুয়ার্রী সকালে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত মুন্সী মোঃ মশিয়ার রহমান। মাসুদ শেখ সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে ও সদরের ফেদী গ্রামে শ্বশুর বুলু শেখের বাড়ী থেকে মাদক ব্যবসা করতো।
আদালত ও মামলার বিবরন সুত্রে জানা যায়, ২০১৭ সালের ০২ ফ্রেরুয়ারী সকালে নড়াইলের ফেদী গ্রামস্থ বুলু শেখের বাড়ীতে মাদক দ্রব্য কেনা বেচা কালে একটি ব্যাগে ৭৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মাদক কারবারী মাসুদ শেখ কে অবৈধ মাদক দ্রব্য রাখার অপরাধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৩ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেন। সাজা প্রাপ্ত আসামী মাসুদ শেখ বর্তমান পুলিশ হেফাজতে আছে।