কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই শাহজাহান, এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই আলাউদ্দিন, এএসআই এস এম রবিউল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় শনিবার (২৬ ফেব্রুয়ারী) পৃথক সময়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চন্দনপুর পশ্চিমপাড়া গ্রামের হারান হোসেনের পুত্র ইসমাইল হোসেন(২০), সোনাবাড়িয়া উত্তর গাইনপাড়া গ্রামের মৃত: জহর আলী সরদারের পুত্র মোসলেম আলী সরদার (৫৫) ও হিজালদী গ্রামের মৃত: রবিউল ইসলামের পুত্র মোকছেদ আলী গাজী (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই নিয়মিত মামলার আসামী।
অপর অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আ: রহিম মোল্লার পুত্র রকিবুল ইসলাম চঞ্চলকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।