জাতীয় ডেস্ক :
প্রকাশ্যে ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছিল! গাজীপুরে শ্রমিক ঐক্য ফোরাম নামের একটি প্রতিষ্ঠানে বসে দিনভর চলছিল এমন কার্যক্রম। এ ঘটনায় এক নারী ও পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে সিনোফার্মের টিকার ৭টি ভায়াল, নগদ টাকা ও ৪৭টি সিরিঞ্জ জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- শ্রীপুরের মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের মেয়ে মোসা. পারভীন (২৫)।
জানা গেছে, তারা সেখানে প্রায় ২০০ জনকে টিকা দিয়েছেন। আটক ওই দুজন প্রশিক্ষণপ্রাপ্ত বা হাসপাতাল সংশ্লিষ্ট কেউ নন বলেও জানা গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গণটিকা কার্যক্রমে প্রচুর ভিড় থাকায় অনেকেই ওই ব্যক্তিদের কাছ থেকে টিকা নিয়েছেন। বিকেল পর্যন্ত আরও ৫০ জনের কাছ থেকে অগ্রিম ২০০ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন তারা।
মো. বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি জানান, তিনি পাঁচজনের জন্য ১০০০ টাকা দিয়েছেন। বিনিময়ে তারা পাঁচজন ওই দুই ব্যক্তির কাছ থেকে টিকা গ্রহণ করেছেন। পরিচিত কয়েকজনের কাছে রঙ্গিলা বাজারের ওই অফিসে টিকা দেওয়ার কথা জেনেছেন তারা।
নজরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, টিকা গ্রহণকারীরা টিকাকার্ড চাইলে তারা তা দিতে পারেননি। পরে এলাকাবাসী ওই দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।
জনতার হাতে আটক থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম বলেন, তিনি শ্রীপুরের ধামলই এলাকার একটি টিকা কেন্দ্র থেকে এগুলো এনেছেন। কিন্তু কার কাছ থেকে টিকাগুলো সংগ্রহ করেছেন তা বলেননি তিনি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন সময় সংবাদকে বলেন, খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ভ্যাকসিন বিক্রির সময় আটক দুজনকে চেনেন না জানিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
তবে তিনি হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি হয়েছে কি না সেটাও নিশ্চিত করতে পারেননি।