হোম আন্তর্জাতিক দুই বছর পর চলছে ফ্রান্সের ঐতিহ্যবাহী নিস কার্নিভাল

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও চলছে ফ্রান্সের দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নিস কার্নিভাল। তবে সংক্রমণ ঠেকাতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও টিকা। মনোমুগ্ধকর এ আয়োজন দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ।

মাথায় জ্বলছে হলুদ রঙের মুকুট, চোখে-মুখে গোলাপি আভার হাসি। আজব সে চোখ দুটো একবার যাচ্ছে বামে, আরেকবার ডানে। ডান হাতে তার মোমের বাসা। আর সামনেই সোনালি পোশাকে নেচে চলেছেন এক রমণী। ফ্রান্সের নিস কার্নিভালে এভাবেই বর্ণিল ভাস্কর্যের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।
হরেক রঙের আলোয় বিভিন্ন চরিত্রের আদলে বানানো ভাস্কর্যগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে।

শুধু যে ভাস্কর্য তা নয়, চোখধাঁধানো বাহারি পোশাকে শিল্পীদের নাচ দেখে মন ছুঁয়ে যাবে যে কারও। আর তাই তো করোনার ভয় উপেক্ষা করেই জমকালো এই নিস কার্নিভাল দেখতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী।

এবারের থিম ‘কিং অব দ্য অ্যানিমেলস’। দেড়শ বছরের পুরোনো নিস কার্নিভাল ফ্রান্সের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি আয়োজন। শীতের রেশ কাটাতেই মূলত প্রতিবছর ফেব্রুয়ারিতে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হয় জমকালো এ উৎসব। চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছে এ কার্নিভাল। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

তবে, করোনা মহামারির সতর্কতা হিসেবে ঐতিহ্যবাহী এ কার্নিভালে প্রবেশের ক্ষেত্রে টিকা সনদ ও মাস্ক মাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন