হোম জাতীয় চট্টগ্রামে মহিষের আক্রমণে বাগান মালিকের মৃত্যু

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মহিষের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ গফুরের (৪৫) বাড়ি জৈষ্ঠ্যপুরা গ্রামে। স্থানীয় করলডেঙ্গা পাহাড়ে তার একটি লেবুবাগান আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিষের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ বড়ুয়া বলেন, ‘বোয়ালখালী-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মহিষের পাল পাহাড়ের ভেতর দিয়ে গফুরের লেবুবাগানে চলে আসে। গফুর একাই লাঠি নিয়ে মহিষগুলো তাড়া করার চেষ্টা করেন। এতে মহিষের মধ্যে ভীতিসঞ্চার হয়। আতঙ্কিত ও উত্তেজিত হয়ে মহিষ তাকে আক্রমণ করে। মহিষের শিং তার বুকে ও পেটে ঢুকে যায় বলে আমরা জানতে পেরেছি।’

এদিকে মহিষের আক্রমণে আহত গফুরকে দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক অনিন্দিতা লোধ।

সেতু ভূষণ বড়ুয়া আরও জানিয়েছেন, মহিষগুলো কোনো গৃহস্থ কিংবা খামারের পালিত। ঘটনার পর সেগুলো আবারও পাহাড়ের ভেতর দিয়ে ফিরে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন