হোম অন্যান্যসারাদেশ অবৈধ বালু বোরিং ড্রেজারে আটুলিয়া ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার ভাঙনকবলিত ইউনিয়ন ১০,নং আটুলিয়া ইউনিয়ন এখানে একাধিক বার ঝড় ও জলোচ্ছ্বাসের মোকাবেলা করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইউনিয়ন টি এখানে দুঃখ দুর্দশার শেষ নেই মানুষের তার পরেও।

কিছু কুচক্রী মহল অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করছিল আটুলিয়া ইউনিয়নের সোয়ালিয়া সাপেরদুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে মৎস্য চাষের ঘের থেকে । তাতে করে মানুষের বাড়িঘর রাস্তা ঘাট ও হুমকির মুখে বলে মনে করছিল স্থানীয়রা।

এ ঘটনা স্থানীয় ভূমি কর্মকর্তা আসরাফুজ্জামান কে জানানো হলে সাথে সাথে সরেজমিনে তার প্রতিনিধি ও আটুলিয়া ভূমি অফিসে কর্মরত মেহেদী হাসান ও মুসফিকুর রহমান কে পাঠায় তারা গিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন ও বালু উত্তোলন করি আশাশুনিত থানার কলিমাখালী গ্ৰামের কবীর হোসেনের একটি বোরিং মেশিন দিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম গুছিয়ে নিয়ে আটুলিয়া ইউনিয়ন ত্যাগ করতে বলেন। সেই সাথে সাথে যারা এধরনের অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তা আসরাফুজ্জামান। এমন কাজ করাতে এলাকার সুশীল সমাজ ভূমি কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন