বাণিজ্য ডেস্ক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক নজরুল আনোয়ার জানিয়েছেন, সৌর প্যানেলের মূল চারটি যন্ত্রাংশ বিক্রি ও বিপণনে মান সনদ লাগবে। এর জন্য বাংলাদেশ মান (বিডিএস) চালু করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) আয়োজনে একটি ভার্চুয়াল সভায় তিনি এ তথ্য জানান।
এসময় বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, ছাদের সৌর প্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রাংশের টেস্টিং, সার্টিফিকেশন ও কোয়ালিটি কমপ্লায়েন্স উন্নত করতে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে।
সভায় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম নবায়নযোগ্য জ্বালানি খাতের উদীয়মান সংকট মোকাবিলা এবং এ খাতের ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে মান ও নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়ে গুরুত্বরোপ করেন।
বিল্ডের অতিরিক্ত গবেষণা পরিচালক তাহমিত জামি বলেন, বর্তমানে ছাদে বসানো সৌর প্যানেলের যন্ত্রাংশ পরীক্ষার জন্য যেসব ল্যাবেরেটরি রয়েছে, সেখানে পর্যাপ্ত প্রযুক্তি সক্ষমতার ঘাটতি রয়েছে।
এসময় বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সাধারণ সম্পাদক দাতা মাগফুর বলেন, বাজারে প্রায়ই নিম্নমানের যন্ত্রাংশ আসছে। এর ফলে ভালো উৎপাদনকারী ও আমদানিকারকদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।