বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবনের কোল ঘেষে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিস্তৃত। বর্তমানে করোনা পরিস্থিতির আলোকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ১০০০ (এক হাজার) কর্মহীন গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১২ মে ২০২০ তারিখ ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী বসবাসরত ১০০ (একশত)টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় উত্তর কৈখালী বিওপি-৬০ (ষাট)টি, পরানপুর বিওপি-৩০ (ত্রিশ)টি, নিদয়া বিওপি-৩০ (ত্রিশ)টি, মুন্সিগঞ্জ বিশেষ ক্যাম্প-১০ (দশ)টি, দুরমুজখালী বিওপি-৫০ (পঞ্চাশ)টি, কুলতলী বিওপি-৪০ (চল্লিশ)টি, সাতহালিয়া বিওপি-৩০ (ত্রিশ)টি, খুরমী বিওপি-৪০ (চল্লিশ)টি, বাঁশঝাড়িয়া বিওপি-৫০ (পঞ্চাশ)টি, কৈখালী বিওপি-৬৫ (পয়ষট্টি)টি পরিবারসহ সর্বমোট ৫০৫ (পাঁচশত পাঁচ)টি গরীব, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি