হোম খেলাধুলা জাতীয় দলে অভিষেকের আগেই আইপিএলে ‘বেবি এবি’

খেলাধূলা ডেস্ক :

দ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে ক’জন যুবা ক্রিকেটার আলো ছড়িয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন ‘বেবি এবি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার যুব ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস।

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে মেগা নিলামের প্রথম দিনেই শনিবার (১২ ফেব্রুয়ারি) দল পেল প্রোটিয়া এই তরুণ তুর্কি।

কদিন আগে ক্রিকেটকে বিদায় জানানো কিংবদন্তি প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাট চালান বলে এরই মধ্যে ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়েছেন বেবি এবি নামে। যদিও এখনো বড়দের দলে অভিষেক হয়নি, তবে তার আগেই আইপিএলে দল পেয়ে গেলেন। ৩ কোটিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মাঠের চারপাশে বৈচিত্র সব শটের জন্য মিস্টার থ্রি সিক্সটি খেতাব পেয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানালেও এখনো ক্রিকেটভক্তরা খুঁজে ফেরে এবির ব্যাটিং। এবি ভক্তদের জন্য সুখবর নিয়ে ক্রিকেট বিশ্বে আবির্ভূত হয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৯ দলের ব্যাটার দেভাল্ড ব্রেভিস।

২২ গজের চারপাশে অবিকল এবি ডিভিলিয়ার্সের মতো দুর্দান্ত সব শট খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই প্রোটিয়া কিশোর। এরই মধ্যে ক্রিকেটাঙ্গনে ‘বেবি এবি’ হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ডাউন দ্যা উইকেটে এসে ওভার এক্সট্রা কাভার, ফ্লিক অব দ্যা রিস্ট কিংবা স্কয়ার অব দ্যা উইকেটে ক্রিকেট বইয়ের বিচিত্র সব শট রপ্ত ব্রেভিসের।

এবারের অনূর্ধ-১৯ বিশ্বকাপে ব্রেভিস ছিলেন দুর্দান্ত ফর্মে। ভেঙেছেন ১৮ বছর পুরনো এক রেকর্ড। ২০০৪ যুব বিশ্বকাপে ৫০৫ রান করেছিলেন ভারতের শিখর ধাওয়ান। এবারের আসরে ব্রেভিসের ব্যাট থেকে এসেছে ৫০৬ রান। এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন এই প্রোটিয়া কিশোর।

জানা গেছে, ব্রেভিসের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পেছনের কারিগর স্বয়ং এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যাবার আগে প্রোটিয়া কিংবদন্তির কাছে দীক্ষা পেয়েছেন ‘বেবি এবি’। শুধুই তাই নয় প্রায় দুই বছর ধরে ব্রেভিসের মেন্টর হিসেবে কাজ করছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তার ব্যাটিংয়ের পাশাপাশি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটা নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

যোগ্য গুরুর যোগ্য শিষ্য হিসেবে ভবিষ্যত এ আন্তর্জাতিক ক্রিকেট মাতাবেন ব্রেভিস তা বলাই যায়। আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখানো ‘বেবি এবি’ শেষ পর্যন্ত দলে টেনে নিল মুম্বাই।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন