হোম জাতীয় বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ অবনতিশীল: কাদের

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ অবনতিশীল: কাদের

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমশ অবনতিশীল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ স্পষ্টত বাড়ছে।’ গার্মেন্টস শিল্প, বাণিজ্যকেন্দ্রসহ চালু করা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (১২ মে) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। এর মাঝে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩৪তম। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানসহ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো হলেও পরিস্থিতি ক্রমশ অবনতিশীল। ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেই স্পষ্টত প্রতীয়মান হচ্ছে। এ রোগের সংক্রমণ থেকে রেহাই পেতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই কার্যকর পন্থা। এমন সংকটে আমাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনও বিকল্প নেই। অথচ আমরা লক্ষ্য করছি, প্রধানমন্ত্রী সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার পর বাণিজ্যকেন্দ্র, ফেরিঘাটে, তৈরি পোশাকসহ অন্যান্য কারখানা এবং সর্বত্র স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান উপেক্ষিত হচ্ছে।’

সবাইকে সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না সামান্য উপেক্ষা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাই এখন থেকে সতর্ক থাকার জন্য আমি আবারও সবাইকে অনুরোধ করছি। করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে আমাদের সবাইকে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন