হোম খেলাধুলা সাকিবের দল না পাওয়া নিয়ে যা বললেন তাসকিন

খেলাধূলা ডেস্ক :

বেঙ্গালুরুতে শনিবার (১২ ফেব্রুয়ারি) আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামের প্রথম দিন অবিক্রীত থেকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরও তাকে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে না ভেড়ানোয় মুখ খুলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

পুরোনো পিটের ব্যথায় নতুন করে ইনজুরিতে পড়ে বিপিএলের মাঝপথেই ছিটকে যান তাসকিন আহমেদ। তবে আফগান সিরিজের আগেই তিনি ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন। আশাবাদী আফগান সিরিজের প্রথম ম্যাচে খেলা নিয়ে।

মিরপুরে আজ অনুশীলনের এক ফাঁকে খবর নেন আইপিএলের নিলামেরও। কারণ তার নামটাও আছে এবারের মেগা নিলামে। তার আগে শুনতে পান সাকিবকে দলের ভেড়ায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। এনিয়ে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘সাকিব দল পায় নাই, যদি দল নাও পায় সমস্যা নাই৷ সাকিব – মোস্তাফিজ দল না পেলেও তারা বিশ্বমানের। ‘

এর আগে অনুশীলনে ফিরে তাসকিন বলেন, ‘আজ ৬ ওভার বল করেছি, সমস্যা হয়নি৷ ফিজিও বায়েজিদের অধীনে অনুশীলন করছি। প্রত্যাশা করছি আফগানিস্তান বিপক্ষে খেলবো৷ ‘

আফগানরা বর্তমানে যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তাও ভয়ে কাতর অন্য দেশগুলো। তবে তাসকিন রশিদের ব্যাপারে একেবারেই ভীত নয়। জানান, আফগানদের বিপক্ষে ভয়ের কিছু নাই৷ আমার টার্গেট ফিট হওয়া৷ সিডন্সের অধীনে খেলার জন্য আমিও অনেক এক্সসাইটেড।

এদিকে দলের সঙ্গে নেই কোনো বোলিং কোচ। তাসকিনের ভাষ্য, ‘পেস বোলিং কোচ নেই, এটা নিয়ে আপাতত শঙ্কিত নই৷ বেসিক জিনিস নিয়ে এখন কাজ করছি৷ কোচ যে আসবে তার কাছ থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবো৷ ‘

আইপিএলে তাসকিন আছেন ৫০ লাখ রুপি মূল্যের ক্যাটাগরিতে। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত তারাও দল পান কিনা সেটাই এখন দেখায় বিষয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন