বিনোদন ডেস্ক :
লকডাউনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় অভিনেতা সোনু সুদ। তারপর থেকেই নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
জোর গুঞ্জন উঠেছিল, করোনাকালে পরিযায়ী শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করে তাদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু। সে থেকেই সর্বসাধারণের জন্য বাস্তব জীবনের নায়ক বনে গেছেন তিনি।
দেশের যেকোনো প্রান্তে বিপদে-পড়া মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। আবারও এই বলি-তারকা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। পাঞ্জাবের মগা জেলায় হাইরোডে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হন এক ব্যক্তি।
সেই সময় সোনু ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যান তিনি। নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে রাতারাতি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, আহত ব্যক্তিকে কোলে করে বের করে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিয়ে তার সহকারীকে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেন সোনু। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করানো হয় আহত ব্যক্তিকে।
তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২০ সালে কোভিডের প্রকোপে লকডাউন হয়ে যাওয়ার পর প্রায় এক লাখ মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু। অনাথ তিন শিশুকে দত্তক নিয়েছিলেন তিনি।
এ ছাড়া সোনু বহু রোগীর জন্য অক্সিজেন ও হাসপাতালের শয্যার বন্দোবস্ত করে দিয়েছিলেন। নারীদের সাইকেল উপহার দেওয়া থেকে শুরু করে পড়াশোনার খরচ বহন করা পর্যন্ত মানুষের সেবায় সবসময়ই নিজেকে ব্যস্ত রেখেছেন সোনু।