আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি খাজরা ইউনিয়রেন ৯নং ওয়ার্ডের ইউপি নির্বাচনে সদস্য পদে পুনঃ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ইব্রাহীম খলিল টুকু ১৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম পেয়েছেন ৪৩ ভোট।
মোট ৩১৩৩ ভোটের মধ্যে ১৭৮৬ ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১৬ ভোট নষ্ট হয়। এর আগে তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
প্রিজাইডিং অফিসার আশাশুনি উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার হাসানুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ইব্রাহিম খলিল টুকু বল প্রতীক নিয়ে ও আনারুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন। পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, আনসার এবং ভ্রাম্যমাণ টিম নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে।
নির্বাচন চলাকালীন সময়, উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহিনা সুলতানা (নির্বাহী ম্যাজিস্ট্রেট), আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম(পিপিএম), তদন্ত ওসি বিশ্বজিৎ কুমার,খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমার মন্ডল, শিক্ষক অনাল মুখার্জি, যুবলীগ নেতা রমজান আলী মন্ডল, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই ফকির জুয়েল, এসআই জাহাঙ্গীর সেলিম প্রমূখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ৫ জানয়ারী ইউপি নির্বাচনে খাজরার ৯ নং ওয়ার্ডে আনারুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকু প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে দুইজন ১১১৬ ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করে উপজেলা নির্বাচন কমিশন। ফলে ৭ ফেব্রুয়ারী পুনঃ ভোটের তারিখ নির্ধারিত হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়।