হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

”কৃষিই সমৃদ্ধি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর সদরের গোপীনাথপুর মাঠে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর বোরো ধানের সমলয় চাষাবাদের লক্ষ্যে ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা খামার বাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ মো: নূরুল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ।

উল্লেখ্য, ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমে ১ লিটার ডিজেলে আধা ঘন্টার মধ্যে ১ বিঘা জমিতে ধান রোপণে স্বল্প সময়ে ও আর্থিক সাশ্রয়ে কৃষকরা চাষাবাদে লাভবান ও উপকৃত হবে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন