মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ সোমবার (৭ফেব্রæয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয কৃষ্ণ মন্ডল, কৃষি অফিসার অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভাঃপ্রঃ) ডাঃ মোঃ রায়হান, অফিসার ইনচার্জ সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এসকে, হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচি সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।