হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ইউএনও এবং এসিল্যান্ড করোনা আক্রান্ত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে আছেন। গত এক সম্পাহে নতুন করে আরো ৭২জন করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ সুত্রে জানা গেছে, রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, তাঁর শিশু সন্তান ও স্বামী করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছে। গত সপ্তাহে তার স্বামী করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তারা আইসোলেশনে ছিলেন। এদিকে গত বুধবার সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে।

গত ১ ফেব্রয়ারি থেকে ৭ ফেব্রয়ারি পর্যন্ত নতুন ৭২ জন সহ উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ জনের। তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও স্বাস্থ্য বিধি মানায় সকলেই উদাসিন। উপজেলার কোথাও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ইউএনও পরিবার করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। সবার শারীরিক অবস্থা ভালো। এসিল্যান্ড তিনিও করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম জানান, তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন