হোম আন্তর্জাতিক ৬২ হাজার পরিবার গৃহহীন!

আন্তর্জাতিক ডেস্ক :

বলিভিয়ায় ভারি বৃষ্টি ও ভূমিধসে ৬২ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

টানা কয়েকদিনের চলমান বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এরমধ্যে অঞ্চলটির কয়েকটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ভারি বর্ষণের কারণে ভূমিধসে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি পাথর অপসারণের কাজ করছেন দমকলকর্মীরা।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, আরো কয়েকদিন এ বৃষ্টি অব্যহত থাকবে। এ কারণে সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। স্থানীয় কৃষি অফিস জানিয়েছে, বন্যার পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন