খেলাধূলা ডেস্ক :
ভারতের ক্রিকেট ইতিহাসের মাইলফলক ছোঁয়ার দিনে গোটা উপমহাদেশই শোকের সাগরে ডুবে আছে। ধরাধামের মায়া কাটিয়ে চলে গেছেন ভারতীয় সঙ্গীত জগতের ধ্রুবতারা লতা মঙ্গেশকর। সেই শোকে হাজারতম ম্যাচ খেলার গৌরবের দিনেও মুখে হাসি নেই রোহিত, কোহলি, চাহলদের। ৬ উইকেটে জেতা ম্যাচের আবহ জুড়ে থাকলেন প্রয়াত লতা মঙ্গেশকর। তার প্রয়াণে শোকাহত টিম ইন্ডিয়া মাঠে নেমেছিল বাহুতে কালো আর্মব্যান্ড পরে। শোকের চাদরে ঢাকা আহমেদাবাদের মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে হয়তো নিজেদের শ্রদ্ধার অর্ঘ্য অর্পণ করল ভারত দল।
ম্যাচের আগে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা জানান, ভারতীয়দের জীবনে একটা শোকাবহ দিন আজ। উপমহাদেশের সঙ্গীত জগতের ধ্রুবতারা লতা মঙ্গেশকরের মৃত্যতে শোকে মূহ্যমান ভারত দল আহমেদাবাদে প্রথম ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। তার কথার প্রতিফলন দেখা যায় মাঠে। রোহিত, কোহলি, চাহল, সিরাজ, সকলের হাতেই শোভা পাচ্ছিল কালো আর্মব্যান্ড।
নিজেদের ১০০০ তম ম্যাচে অবশ্য বিশাল জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। এদিন যেন ভারতীয় স্পিনারদের স্পিনের জবাব খুঁজেই পায়নি ব্রাভো – পুরানরা। তিন স্পিনার যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর আর প্রশিধ কৃষ্ণার ঘূর্ণিতে উড়ে গেলো উইন্ডিজদের ব্যাটিং লাইনআপ। ত্রয়ী মিলেই শেষ করে দেন উইন্ডিজদের ব্যাটিং অর্ডার। মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ভারতের পক্ষে ৪৯ রান খরচায় ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ৩টি এবং প্রশিধ কৃষ্ণা ২টি উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও ইশান কিষানের ওপেনিং জুটি মাত্র ১৩ ওভারেই ৮৪ রান তুলে ফেলে। ৫১ বলে ৬০ রান করে আলজেরি যোশেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভারত অধিনায়ক। কোনো এক প্রতিপক্ষের বিরুদ্ধে ৫০০০ রানের মাইলফলক গড়ার দিনে মাত্র ৮ রানে আউট হয়ে যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর দ্রুত রিশভ পন্ত আউট হয়ে গেলেও জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়ার।
ভারতের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা সর্বোচ্চ ৬০ রান করেন । এছাড়া সূর্যকুমার যাদব করেন ৩৪ রান। ইশান কিষান ২৮ এবং দীপক হুডা করেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যোশেফ ২টি উইকেট নেন ৪৫ রানের বিনিময়ে। আকিল হোসেন পান একটি উইকেট। তিন ম্যাচের সিরিজে ১-০ তে আগিয়ে গেলো স্বাগতিক ভারত।