হোম জাতীয় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, স্বামীকে মারপিট

জাতীয় ডেস্ক :

নরসিংদীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। অন্যদিকে রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। সেখানে রাজিব ও রিফাতসহ তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান।

একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।

পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, গৃহবধূকে উদ্ধার করার পর তাঁর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযুক্ত এখন পলাতক বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন