মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন চর আস্তাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ ছালাম(৭৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্ট্রোক জনীত কারনে সকাল ৫:৩০ মিঃ তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিতঃ করেছেন মরহুমের ছোট ভাই উদয়পুর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
আরো শোক প্রকাশ করেছেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাসসহ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আসর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।