মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
আন্তজেলা রেলপথ সংযোগ ও যাতায়াতের সুবিধার্থে যশোরের বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া মণিরামপুর-কেশবপুর পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার সকালে সচিবালয়ে রেলমন্ত্রী ও সচিবের সাথে মতবিনিময় করে পত্র (ডিও লেটার) দিয়েছেন এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিষয়টির যৌক্তিকতা ও গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট সচীব ড. হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন। আর এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য (এমপি)। মনিরামপুর-কেশবপুর হয়ে রেললাইন নির্মাণের যৌক্তিকতা তুলে ধরলে রেলমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য যাচাই-বাছাই করতে রেল সচীবকে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে আরও জানান, অতি শীঘ্রই বিষয়টি সংশ্লিষ্টরা যাচাই বাছাইয়ের কাজ শুরু করবেন ।
যশোরের বসুন্দিয়া থেকে নাভারন-বাগআচড়া হয়ে সাতক্ষীরার দুরত্ব ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর-কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। ফলে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে।
অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর-কেশবপুর- সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে মণিরামপুর এবং কেশবপুরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এলাকাবাসী মানববন্ধন, স্মারকলিপি পেশসহ ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সে দাবীর প্রতি একাত্ব প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সে লক্ষে রেলমন্ত্রীর সাথে এ বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাত ও রেলমন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আহসান হাবীব।
