হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভায় পানি শাখার দক্ষতা উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ঢাকা আহছানিয়া মিশন ও পৌরসভার পৌরসভার আয়োজনে পানি শাখার দক্ষতা উন্নয়নমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস্থাপক আইয়ুব আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, পৌর প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী, পৌর সচিব তুষার কান্তি দাস, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার মাসুদ হোসেন, সোহেল রানা বাবুসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন