হোম ফিচার পাটকেলঘাটায় কাশীপুর বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়ম, দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কিশোর কুমার, নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় কাশীপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়ম, দূর্নীতি ও গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাশীপুর স্কুল প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রউফের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাবেক শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, বাংলাদেশ ওয়ার্কার্স পাটি তালা উপজেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক আদিত্য মল্লিক, আ’লীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, তালা উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শেখ জহরুল ইসলাম, ছাত্রলীগ নেতা একরামুল ইসলাম প্রমুখ।

মানব বন্ধনে বক্তরা বলেন, শুক্রবারে কাশীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তালা উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান কমিটির অনিয়ম, দূর্ণীতির তদন্ত আসে। ঘটনাটি কমিটির অধিকাংশ সদস্য জানে না বলে তারা অভিযোগ করেন। এসময় তদন্ত কারী শিক্ষা অফিসারকে আব্দুর রহমান ও শেখ জহুরুল ইসলাম লিখিত ভাবে দিতে বলেন।

কিছু সময় পরে উপস্থিত আব্দুর রব পলাশ ও শিক্ষক বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের সর্মথকদের মধ্য কথাকাটি ও বাকবিতান্ড শুরু হলে শিক্ষা অফিসার তদন্ত শেষ না করে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় সেখানে আব্দুর রহমান ও শেখ জহুরুলকে লাঞ্চিত হয়। সব শেষে এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্ণক বিচার ও বিদ্যালয়ের অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়।

এ বিষয়ে শিক্ষক ও সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, উক্ত ঘটনার দিন আমার মায়ের দোয়া অনুষ্ঠান ছিলো, সে কাজ নিয়ে ব্যস্থ ছিলাম, আমার উপর মিথ্যে দোষারোপ করার হচ্ছে যাতে আমি ইউনিয়ন বাসীর উন্নয়ন না করতে পারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন