হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নদীর বেড়িবাঁধের মাটি কাটার অপরাধে ইটভাটায় জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ভৈরব নদীর বেড়িবাঁধের মাটি কেটে নেওয়ার অপরাধে মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটায় ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার মৌভোগ এলাকায় অবৈধ্যভাবে ভৈরব নদীর বেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট তৈরী করার অপরাধে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম ওই প্রতিষ্ঠানকে ৬০হাজারটাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে মৌভোগ মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটার কর্তৃপক্ষ ভৈরব নদীর পাড় থেকে মাটি কেটে আসছিল। গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন