নিজস্ব প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তালায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার শিল্পকলা একাডেমি মিলনায়তন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পদক ফরদিন এহসান দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যন নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ” লীগের যুগ্ন- সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খলিলনগরের ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী প্রমূখ।
অনুষ্ঠানের শুরু হয় বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে পরবর্তীতে কেক কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ ওযুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।