নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার চোরাই মালামাল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে জেলার দেবহাটা, ও শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যাটারি ক্যামেরা, টিভি ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, জেলা সদরের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২১), নবাদকাঠি এলাকার মৃত আবুল মহাসিনের ছেলে মিনার হোসেন(২৪), ও দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার আলম সরদারের ছেলে মাসুদ রানা (২৫) ।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান,পুলিশের নিয়মিত অভিযানে ৩ জন কে আটক করা হয় ।এসময় তাদের স্বীকারোক্তিতে বিভিন্ন সময়ে চুরিকরা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। রবিবার দুপুরে চুরির মামলায় আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
