কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার বিল কাজলা বাবুরাবাদ ভূমিহীন এলাকা পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ।
কালিগঞ্জ উপজেলার বিল কাজলা মৌজার এস.এ ২৯০ নং দাগ আর.এস ১০১১ নং দাগ ভূক্ত ৯৭.১৫ একর জমি স্থানীয় ভূমিহীনরা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তাদেরকে সে এলাকা থেকে তুলে দেওয়ার হুমকি দেওয়ায় সরজমিনে ২৮ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় ঐ এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমি কমিটির সদস্য আলী নূর বাবু, কালিগঞ্জ উপজেলা ভ‚মি কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ভ‚মি কমিটির যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উত্তোরন এর প্রতিনিধি এ্যাডঃ মনিরুজ্জামান, দেবহাটা, কালিগঞ্জ ভ‚মিহীন সংগ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা সোয়েল উদ্দীন প্রমূখ।
ভূমি কমিটির নেতৃবৃন্দ বিল কাজলায় সরজমিনে পরিদর্শন কালে স্থানীয় ভূমিহীনরা জানায় তারা ২০০৫ সাল থেকে বিল কাজলা মৌজায় শতাধিক ভূমিহীন পরিবার সরকারের খাস জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছে। সম্প্রতি কতিপয় ব্যক্তি তাদেরকে সে এলাকা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়।
অথচ বিল কাজলা ঐ এলাকায় বসবাসকারী ভূমিহীনরা আরো জানায় ঐ এলাকায় বিদ্যুৎ বিল, শিশুকার্ড, বয়স্ক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা তারা ভোগ করে বসবাস করে আসছে। তার সরকারের নীতিমালা অনুযায়ী সরকারের খাস জমি পাওয়ার জন্য সরকারের কাছে নীতিমালা অনুযায়ী আবেদন করেছে।
এসময় জেলা ভূমিহীন নেতৃবৃন্দ বলেন সরকার খাস জমি ভ‚মিহীনদের মাঝে নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই অনেক ভূমিহীনদের পুনঃবাসিত করেছে। বর্তমান ভূমিহীনরাও সেই আলোকে সেখানে সরকারের নীতিমালা অনুযায়ী বসবাস করবে। এতে যদি কেউ ভূমিহীনদের উচ্ছেদ এবং ভূমিহীন নেতা ওহাব আলীর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র মামলা মোকাদ্দমা হয় সে বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।