জাতীয় ডেস্ক :
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে শহরের কাজীরহাট এলাকার নিজের বাসার শোয়ার ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে এবং শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে তিনতলা বাসভবনের নিচতলার শোয়ার ঘর থেকে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খুনিরা তার মাথায় ভারী কোনো বস্তু দ্বারা উপর্যুপরি আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা ঘরে ঘুমান। আমরা চার ভাই উপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেন।
তিনি আরও জানান, আমার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার কোনো শক্র থাকার কথা নয়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।