হোম অর্থ ও বাণিজ্য ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পেট্রাপোল কাস্টমসের মিষ্টি উপহার

বাণিজ্য ডেস্ক :

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশন, কাস্টমস ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় কাস্টমস।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের সুপার সাইফুর রহমান মামুন ও ইমিগ্রেশন ওসি মো. রাজুর হাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস মিষ্টি তুলে দেয়। এসময় উভয়েই কুশল বিনিময় করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিজিবিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ মিষ্টি উপহার পাঠিয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন।

এদিকে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটিতে বুধবার (২৬ জানুয়ারি) দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে এ পথ দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে প্রবেশ করেনি।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে বুধবার (২৬ জানুয়ারি) বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বেনাপোল বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন