ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট-কুমড়া গ্রামের মে. বক্তিয়ার হোসেন ইমনের ছেলে মাদ্রাসা ছাত্র আবু হুরাইরা ওরফে শিহাব উদ্দিন (১৭) নিখোঁজ হওয়ার দুইদিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। তাকে খুজে না পাওয়ায় নিখোঁজের পরিবার চিন্তিত হয়ে পড়েছে।
নিখোঁজের পরিবার জানায়, আবু হুরাইরা বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া কদমদি উত্তরপাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার হাফেজিয়া ছাত্র। সে গত সোমবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজ আদায় করে। পরে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়।
টয়লেট থেকে আসতে দেরী দেখে মাদ্রাসার শিক্ষকরা তাকে দেখতে যায় টয়লেটে। সেখানে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধ্যান করতে থাকে। একপর্যায়েওই ছাত্রকে না পেয়ে তার বাড়ীতে বিষয়টি জানায়।
খবর পেয়ে নিখোজের পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ খবর নিয়ে দেখে কোথাও যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। তার পরনে পাজামা,পাঞ্জাবী ও টুপি পরিহিত ছিল। কোন স্বহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেলে এই নম্বরে (০১৮৩৯ ১১২২৮৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার। এ ঘটনায় রামপাল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে বলে তার পরিবার জানায়।