হোম অন্যান্যসারাদেশ সুষ্ঠ নির্বাচনের দাবী প্রার্থী ও ভোটারদের!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে হতে যাচ্ছে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ প্রথম উপজেলাটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম মেশিনের মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে। তাই ইভিএম মেশিনে ভোট প্রদানে ভোটারদের আগ্রহের কোন কমতি নেই। সে সাথে ভোটাররা তাদের কাঙ্খিত প্রার্থীদের ভোট দানে অধীর আগ্রহে প্রহর গুণছেন।

অন্য দিকে ভোটার পাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের ব্যাস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। ভোটের দিন যত-ই ঘনিয়ে আসছে তত-ই প্রার্থীদের ব্যাস্ততা বেড়ে যাচ্ছে। ভোটারদের মনোরঞ্জনে প্রার্থিদের কোন কার্পণ্যতা নেই।

চায়ের দোকান সহ বিভিন্ন পাড়া- মহল্লায় এখন একটাই আলোচনা, কে হচ্ছেন রামদী ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান? সংরক্ষিত নারী আসন সহ সাধারণ আসনের বিজয়ী প্রার্থী হতে যাচ্ছেন কারা?

অন্যদিকে এখন পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদানের সঠিক ধারণা নেই অনেক ভোটারদের।

রামাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী হলেন আলহাজ্ব আলাল উদ্দিন। দ্বিতীয় বারের মত তিনি এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন নিয়ে নির্বাচন করে যাচ্ছেন। তিনি বলেন, আমাকে প্রধানমন্ত্রী নৌকা উপহার দিয়েছেন। আমিও বিপুল ভোটে এই নৌকাকে বিজয়ী করে আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেবো। আমি প্রতিটা ঘরে ঘরে গিয়েছি। আশা করি বিপুল ভোটে নৌকার জয় হবে।

সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল খাঁন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার মনোনিত মার্কা টেলিফোন। তিনি বলেন, আমি একটা সুষ্ঠ নির্বাচনের আশা করছি প্রশাসনের কাছে। জনগন যাকে খুশি তাকে পছন্দ করে ভোট দেবে। আমি আশা করছি সুষ্ঠ নির্বাচন হলে টেলিফোন মার্কায় আমি জয় লাভ করবো।

অন্যদিকে প্রচার- প্রচারণায় কমতি নেই সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীদের।

সংরক্ষিত ১ নং আসন (১,২,৩ নং ওয়ার্ড) থেকে মাইক মার্কা নিয়ে মোছাঃ রানু বেগম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জনগনের সেবার জন্য আমি নির্বাচন করছি। আমি সবার কাছে সুযোগ চাই। তারা যেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি পাস করতে পারলে নিঃস্বার্থভাবে জনগনের সেবা করে যাবো।

সংরক্ষিত ২ নং আসন (৪,৫,৬ নং ওয়ার্ড) থেকে মাইক মার্কার প্রার্থী নবী জান আক্তার বলেন, আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি তবে সব সময় গরীব- দুখী মানুষের পাশে থাকবো। রাস্তা- ঘাটের উন্নয়ন করবো। বিভিন্ন ভাতা গুলো আমি সঠিক ভাবে দিয়ে যাবো।

সংরক্ষিত ৩ নং আসন (৭,৮,৯ নং ওয়ার্ড) থেকে হেলিকপ্টর মার্কায় নির্বাচন করে যাচ্ছেন মোছাঃ সাবানা আক্তার। তিনি বলেন, আমি একটি সুষ্ঠ নির্বাচন চাই। সুষ্ঠ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিপুল ভোটে আমি পাস করবো ইনশাআল্লাহ।

৪ নং ওয়ার্ড থেকে তালা মার্কার মনোনিত মেম্বার প্রার্থী মোঃ রতন মিয়া বলেন,আমি নির্বাচিত হলে মসজিদ- মন্দির সহ এলাকার উন্নয়ন করে যাবো।
৫ নং ওয়ার্ডের ফুটবল মার্কার প্রার্থী মোঃ সাইদুর রহমান বলেন, জয়যুক্ত হলে আমি জনগনের খেদমত করে যাবো।

৭ নং ওয়ার্ডের ভ্যানগাড়ি মার্কার মেম্বার প্রার্থী মোঃ লায়েছ মিয়া বলেন, প্রশাসনের কাছে আমি সুষ্ঠ নির্বাচনের দাবী জানাই। নির্বাচিত হতে পারলে আমি আগের চেয়ে আরো বেশি কাজ করে যাবো।

এ ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার প্রার্থী মোঃ জামাল উদ্দিন বলেন, জয়ী হতে পারলে আমি জনগনের পাশে থাকবো।

৮ নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থী মোঃ হারুন মিয়া বলেন, নির্বাচনে জয় লাভ করতে পারলে বাল্য বিবাহ, জোয়া, মদ, অসামাজিক কাজ সহ সব অপকর্মের বিরুদ্ধে লড়াই করবো।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ২২ হাজার ৪৪৬ জন ভোটার রয়েছেন। চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন প্রার্থী। তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৮ জন নারী প্রার্থী ও নয় ওয়ার্ডে সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৮ জনসহ মোট ৫৪ জন প্রার্থী। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট দান করবেন ভোটাররা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন