নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে আবারো দুই ছাগল ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে । রোববার সন্ধায় সদর উপজেলার আলিপুর চারা বটতলা নামক এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ঘটনার ভুক্তভোগী কাশেমপুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ সাইদ সরদার জানান, রোববার সন্ধা সাড়ে ৬ টার দিকে পারুলিয়া পশুহাটে ছাগল বিক্রি করে ফেরার পথে আলিপুর চারা বটতলায় পৌছালে প্রাইভেট কারে থাকা চার জন পুলিশ পরিচয়ে আমাদের পথরোধ করে। এসময় তারা তাদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয় আমাদের ।
একপর্যায়ে তারা আমি এবং সাথে থাকা ব্যাবসায়ীর রফিকুলের শরীর তল্লাশি করে। তল্লাসীর সময় তারা আমাদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয়। পরবর্তীতে ছিনতাই কারীরা আমার সাথে থাকা ব্যাবসায়ী রফিকুলকে প্রাইভেট কারে তুলে ৩৩ হাজার টাকা ছিনিয়ে বাইপাস সড়কে ফেলে যায়। এরপর ছিনতাইয়ের ঘটনাটি মুঠোফোনে সদর থানা পুলিশকে জানানো হয় বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, ঘটনার পরে দুই ব্যবসায়ী থানায় এসে অভিযোগ দিয়েছে । ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
