হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শিক্ষকের দুর্নীতি, সেচ্ছাচারিতা ও সন্ত্রাসীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় এক শিক্ষকের দুর্নীতি, সেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকান্ডে মদদ দানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী রবিবার ২৩জানুয়ারি বিকেলে এ মানববন্ধন করে।

এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলার শালবরাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ গ্রামের আনোয়ারুল ইসলাম হাবিব ও তার দুই ছেলে নাসির এবং শাহিন জালজালিয়াতির মাধ্যমে অন্যের জায়গাজমি জবর দখল, স্থানীয়দের নানা ভাবে হয়রানী, ষড়যন্ত্র, হুমকি ভয়ভীতি প্রদানের মাধ্যমে দীর্ঘদিন যাবত এলাকার শান্তি বিনষ্ট করে আসছে।

এ ছাড়া হাবিব নিজেদের গ্রামের বিদ্যালয়ে ৩২ বছর যাবত শিক্ষকতা করার সুবাদে দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের বিপুল অংকের অর্থ আতœসাত ছাড়াও বিদ্যালয়ের জায়গা কৌশলে নিজের নামে করে নিয়েছে। প্রভাবশালী হাওয়ায় ঐ হাবিবও তার ছেলেদের বিরুদ্ধে এলাকার কেউ মুখতে সাহস পায়না। তবে সম্প্রতি আলিম নামে স্থানীয় এক প্রতিবাদি যুবক বাবা ও তার ছেলেদের অপকর্মের বিরুদ্ধে কথা বলায় হাবিবের নেতৃত্বে তাকে কুপিয়ে আহত করা হয়।

এ ঘটনার পরই এলাকার মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় রবিবার তার রাস্তায় নামেন। নারি পুরুষ নির্বিশেষে কয়েকশো মানুষ তাদের বাড়ির পাশের আমাদা – কাশিপুর আঞ্চলিক সড়কে সমবেত হয়ে মানববন্ধনে সামিল হন।

এ সময় তারা অভিযোগ করেন, মামলা হলেও হাবিব ও তার ছেলেদের পুলিশ না ধারায় তারা বেপরোয় হয়ে উঠেছে। তারা এলাকার লোকজনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ অবস্থায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিরাজমান এ অশান্তি লাঘোবে এলাকাবাসী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন