স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে। আটককৃতদেও শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের নির্দেশে চিংড়া ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউল ইসলাম বৃহষ্পতিবার রাতে উপজেলার বিষ্ণুপুর গামের লিয়াকত মোড়লের ছেলে টিটো হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকেচিংড়া গ্রামের মৃত আরমানের ছেলে কাজী রিপন(৩৫),বিষ্ণুপুর গ্রামের ইফাজগাজীর ছেলে রাশিদুল উসিলাম(৩৭), হামিদ শেখের ছেলে জসিম উদিট্দন(২৮) ও বাড়িগর মালিক টিটো হোসেনকে আটক করে। আটক কৃতদের শুক্রবার সকালে পুলিশ আদালতে সোপর্দ করেছে।