হোম অন্যান্যসারাদেশ আশাশুনি প্রেসক্লাবে নবাগত থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি প্রেসক্লাবে নবাগত থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এস এম আহসান হাবীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম(বার)।

সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, জি এম আল ফারুক, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, ফায়জুল কবীরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন সাংবাদিকদের সহযোগিতা পেলে আশাশুনিতে মাদক, সন্ত্রাস, জুয়া,বাল্য বিবাহ ও অনাচারের কোন স্থান থাকবে না। যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ উপকৃত হবে। আমি ছোট বেলা থেকে কালোকে কালো ও সাদাকে সাদা বলতে জানি। আশাশুনি থানার যারা কল্যাণ চান তাদের সকলকে সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা সমুন্নত রাখবো। সাংবাদিকদের সকল ভালো কাজে আমাকে সঙ্গে পাবেন।

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন