হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন একজন অভিভাবক।

এাদারডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া অভিযোগে উল্লেখ করেছেন যে, তার ছেলে মোঃ মাহফুজ নবম শ্রেনীর ছাত্র রোল নম্বর ৩। তাকে কোন রকম নোটিশ ছাড়াই বিদ্যালয় থেকে দেয়া বই জমা রেখে টিসি ধরিয়ে দেয়। এ ধরনের কর্মকান্ডে শিক্ষার্থীদেও লেখা পড়ায় ছেদ ঘটছে। প্রধান শিক্ষক আব্দুল লতিফ স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি পরিচালনা কওে আসছেন। এর প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগি অভিভাবক।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, ওই শিক্ষার্থীর শৃঙ্খলা ভঙ্গ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি ,বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন