হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গবন্ধু পল্লীর স্থান নির্ধারণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন নতুন করে ভুমিহীন পরিবারকে জমি ও ঘর তৈরি করে দেওয়ার জন্য স্থান নির্বাচন করেছেন।

এবার উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের ব্রাহ্মণরাকদিয়া এলাকায় বঙ্গবন্ধু পল্লী নামে ভ‚মিহীন ও গৃহহীনদের স্থায়ীভাবে বসবাসের জন্য নির্ধারিত জমিতে ঘর নির্মণ করা হবে।

ইতিমধ্যে উক্ত স্থানে ঘর নির্মানের জন্য পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার ও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা স্থানটি পরিদর্শন করেন। অতিদ্রুত ঘর নির্মানের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন