হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে একটি বসতবাড়ী অগ্নিকান্ডে ভস্মীভ‚ত হয়েছে। এতে দুইটি ঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে অসহায় ওই পারিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রাী জানায়, রবিবার রাত ৮টার দিকে উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাঠিয়া গ্রামের আলামীন শেখের বসতবাড়ীর কাঠের তৈরি দুইটি ঘরে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দুইটি ঘরে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবারের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ভস্মীভ‚ত হয়ে যায়।

খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন